সম্ভাবনা ডেস্ক।২০২০ সালে বন্দু মহল ফাউন্ডেশন এর পথচলা তারই ধারাবাহিকতা আজ ২০২১ সালের প্রথম দিনে বন্দুমহল ফাউন্ডেশন এর দাতা সদস্য স্বপন আহমদের অর্থায়নে ও বন্দু মহল ফাউন্ডেশন তত্ত্বাবধানে বিয়ানীবাজার উপজেলা শেউলা ইউনিয়ন এর গুচ্চ গ্রামের অসুস্থ শামেলা বেগম কে নগদ ৫০০০/টাকা”/ নগদ -পাচ হাজার টাকা -হস্তান্তর করে বন্দুমহল ফাউন্ডেশন বিয়ানীবাজার।
এ সময় উপস্থিত ছিলেন বন্দু_ মহলফাউন্ডেশনের
সদস্যারাা।