ডেস্ক।বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের রায়বাসী গ্রামের অসুস্থ কিডনী রোগে আক্রান্ত সেলিম উদ্দিন এর পুএ মোঃ সাহিন আহমেদ কে চিকিৎসার জন্য নগদ দশ হাজার টাকা হাজার টাকা হস্তান্তর করেছে বন্ধুমহল ফাউন্ডেশন বিয়ানীবাজার।
বন্দু মহল ফাউন্ডেশনের এক সদস্য নাম বলতে অনিচ্চুক তার অর্থায়নে ও বন্ধু মহল ফাউন্ডেশন এর তত্বাবধানে সহযোগী তা করা হয়।